ব্রাউজারে থেকেই ভাইরাস স্ক্যান করুন

ব্রাউজারে থেকেই ভাইরাস স্ক্যান করুন

নানা কারণে কম্পিউটারে ভাইরাস স্ক্যান করতে হয়। কিন্তু অনেক সময় কম্পিউটারে অ্যান্টি ভাইরাস হালনাগাদ করা থাকে না। এ রকম মুহূর্তে ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ব্রাউজার থেকেই কম্পিউটারের সিস্টেম ফাইলগুলো স্ক্যান করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে ‘বিটডিফেন্ডার কুইকস্ক্যান’ নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস)। প্রোগ্রামটি http://addons.mozilla.org/en-US/firefox/addon/161837 ঠিকানা থেকে নামিয়ে নিন। এখন ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। দেখুন ব্রাউজারে সবার নিচে ডানে Bitdefender quickscan নামে একটি আইকন এসেছে। এই আইকনে ক্লিক করলেই কম্পিউটারের সিস্টেম ফাইলগুলো স্ক্যান করা শুরু হবে। স্ক্যান শেষে Report বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন স্ক্যানের ফলাফল। তবে এই প্রোগ্রামকে অ্যান্টি ভাইরাসের বিকল্প ভাববেন না, কম্পিউটারের শতভাগ নিরাপত্তার জন্য সব সময় হালনাগাদ অ্যান্টি ভাইরাস ব্যবহারের চেষ্টা করুন।-NIC

Leave a comment