ফেসবুক চ্যাটিং-এ আনুন লেখার পরিবর্তন

ফেসবুক পাগলেরা এটাতে মজা পাবেন। অনেকে হয়ত জেনে থাকবেন তবে যারা জানেন না তাদের জন্য এই টিউন। আমরা তো ফেসবুকে চ্যাটিং এর সময় সাধারণভাবে লিখি। তবে এ লেখার সামান্য কিছু পরিবর্তন করা যায়। আসুন, কথা না বাড়িয়ে শিখে নিই। চ্যাটিং এর লেখাকে Bold করা যায়। লেখাকে bold করার জন্য ** symbol দুটি ব্যাবহার করতে হবে। মাঝে শুধু লেখাটা বসিয়ে দিলেই bold হয়ে যাবে। অথাৎ আপনি যদি কাউকে লেখেন hi তাহলে hi লেখাটি বোল্ড করার জন্য লিখতে হবে *hi*. দেখবেন লেখাটি bold হয়ে গেছে। একই ভাবে লেখাতে underline দেয়া যায়। তবে এই সময় _ _ দুটি symbol ব্যাবহার করতে হয়। অথাৎ তখন লিখতে হবে _hi_. তাহলে লেখাতে underline চলে আসবে। আর বোল্ড এবং আন্ডারলাইন এক সাথে দিতে চাইলে লেখার system হবে এইরকম- *_hi_* তবে bold বাংলা লেখায় হবে না। বাংলা লেখায় শুধু underline দেওয়া যাবে।

Leave a comment